তাহিরপুরে জলবায়ু সম্মেলন ইয়ূথ কপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৬:১০:৪৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনে হাওরে প্রভাব বিষয়ক জলবায়ু সম্মেলন ইয়ূথ কপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে এ্যাকশন এইড এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। এছাড়াও বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন, শ্রমিক নেতা ফেরদৌস আলম, আবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, এস আই প্রাডন সিংহ প্রমুখ।
সভায় জলবায়ু পরিবর্তনের ফলে হাওরে যে প্রভাব পড়ে তা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে উত্তরনের জন্য কাজ করার আহবান জানানো হয়।