জগন্নাথপুরে ভেঙে যাওয়া বেইলি সেতুতে চলছে মেরামত কাজ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৭:২০:২০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেঙে যাওয়া সেই বেইলি সেতু ফের চালু করতে মেরামত কাজ চলছে। এতে ভূক্তভোগী জনমনে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে।২২ আগস্ট সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে ঢাকা আঞ্চলিক মহসড়কের জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা এলাকায় স্থানীয় কাটা নদীর উপরে থাকা পুরনো ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর এপ্রোচ অংশ ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক নদীতে পড়ে গেলে ২ জন নিহত হন। এ ঘটনার পর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই ফের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ভেঙে যাওয়া অংশে মেরামত কাজ করছে সওজ।
শনিবার দেখা যায়, ভেঙে যাওয়া বেইলি সেতুর অংশে গাছের পাইলিং বসানোর কাজ করা হচ্ছে। এ সময় কাজের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকেই মেরামত কাজ চলছে। সেতুর ভাঙন অংশে পাইলিং করে মাটিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সোমবার রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। মঙ্গলবার থেকে ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।