সিলেট বিভাগ গণদাবী পরিষদের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৯:০৫:৩৬ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটিসহ অন্যান্য সমমাননা সামাজিক সংগঠনের উদ্যোগে সিলেটবাসীর বঞ্চিত ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে শনিবার বিকাল ৩টায় সিলেট নগরীর পুরালেনস্থ ৫৩নং সমবায় ভবন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সাল থেকে সরকার কর্তৃক গৃহীত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু বর্তমানে এই প্রকল্পের কাজ এগিয়ে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় সিলেট-ঢাকা ৬ লেন রাস্তা, কুলাউড়া টু শাহবাজপুর রেলপথ প্রকল্প বাস্তবায়ন করতে সিলেট-ছাতক রেল লাইন চালু করতে জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, গণদাবী নেতা মাওলানা আছলাম রহমানী, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ কল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, গণদাবী নেতা বেলাল উদ্দিন, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, গণদাবী নেতা রিয়াজ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা জাহির উদ্দিন, মানবাধিকার সংগঠক মনোরঞ্জন তালুকদার, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সহ সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, লেগুনা সমিতি সিলেট-১৩২৬ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনসান আলী, কোর্ট পয়েন্ট টুকেরবাজার লেঙ্গুনা সমিতির সভাপতি মোঃ শফিক আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশরাফুল ইসলাম। বিজ্ঞপ্তি