মহানগর শ্রমিক কল্যাণের কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৯:০৯:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, বাংলাদেশের দিকভ্রান্ত শ্রমিক সমাজকে নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। শ্রমিকের রক্ত ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হলেও তারাই সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব নয়।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে ফেডারেশনের মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।
অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দীন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অফিস সম্পাদক আব্দুল জলিল, কোতয়ালী থানা পশ্চিম সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, জালালাবাদ থানা সভাপতি নাজমুল ইসলাম, শাহপরান পশ্চিম থানা সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, শাহপরান পূর্ব থানা সাধারণ সম্পাদক রাশেদ আহমদ চৌধুরী, কোতয়ালি থানা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ, বিমানবন্দর থানার সহ সভাপতি সুমন আহমদ, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সহ সভাপতি আব্দুস সাত্তার মুন্না, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সহ সভপতি মুহিবুর রহমান শামিম, জেলা রিক্সা সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক আকবর আলী, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামরুল ইসলাম, কোতয়ালি থানা স্যানেটারী টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইবরাহিম হোসেন বাদল, সিলেট শহর রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমিনুল, হোটেল শ্রমিক ইউনিনের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, শাহপরান ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, দক্ষিণ সুরমা থানা সহ সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাসপাতাল থানা সভাপতি আল মোমিন, সহ-সভাপতি আব্দুস সাত্তার, শ্রমিক নেতা গোলামুর রহমান, রফিকুল ইসলাম রাজন, বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি ফরিদ আহমদ ও শ্রমিক নেতা সাইদুল ইসলাম প্রমূখ।
সাধারণ অধিবেশনে ফেডারেশনের মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি