কানাডায় ব্যবসায়ী শরিফের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৯:৩৮:১৯ অপরাহ্ন
কানাডায় সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রশিবির নেতা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র শরীফ রহমান নিহতের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এদিকে শরীফ রহমানের নিহতের খবর শুনে তার সিলেটস্থ বাসভবনে যান সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সোহেল আহমদ। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এছাড়া পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান ও বিপদে ধৈর্য্যধারণের অনুরোধ জানান।
অপরদিকে এক শোকবার্তায় সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, কানাডায় সন্ত্রাসী হামলায় সাবেক মেধাবী ছাত্র শরীফ হাসানের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শরীফ ছাত্রাবস্থায় ইসলামী ছাত্রশিবিরে সক্রিয় ছিলেন। এছাড়া প্রবাসে গিয়েও তিনি ইসলামী আন্দোলনের সাথে নিজেকে শামিল রেখেছেন। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন মরহুম শরীফ হাসানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।