সিলেটে ডেঙ্গুরোগী ৮৮৫ জনে দাঁড়ালো
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ১২:১০:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চলতি মওসুমে সিলেট বিভাগে ডেঙ্গুরোগী শনাক্তের সংখ্যা ৮৮৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৬ জন। এরমধ্যে হবিগঞ্জ জেলার ৫ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আরো ১ জন রয়েছে। শনিবার পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, জানুয়ারী থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলতি মওসুমে সিলেট বিভাগে মোট ৮৮৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জের ৫৭ জন, হবিগঞ্জের ৩২২ জন, মৌলভীবাজারের ৭১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ২৫৬ জন রয়েছেন।
এদিকে শনিবার পর্যন্ত সিলেট বিভাগে চিকিৎসাধিন রয়েছেন ৮০ জন ডেঙ্গুরোগী। এরমধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৪ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আরো ২৬ জন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগে পুরো মওসুমে ৮৮৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হলেও শুধু আগস্টের ২৬ দিনে শনাক্ত হয়েছেন ৪৩৯ জন এবং বাকী ৭ মাসে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এরমধ্যে জানুয়ারীতে ৩, এপ্রিলে ১, মে মাসে ১, জুনে ৫৯ ও জুলাইয়ে ৩৮২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
তবে চলতি মওসুমে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কেউ মারা যাননি এবং আক্রান্ত ৮৮৫ জনের মধ্যে ৮০৫ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।