জুড়ীতে সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৬ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৫:৫৮:৫১ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা গঠনের দীর্ঘ ১৯ বছর পর অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৩৫৯)-এর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। গত ১৯ আগস্ট নির্বাচন উপ-পরিষদ বহু কাঙ্খিত এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিলে সভাপতি ১, সহ-সভাপতি ২, সম্পাদক ১, সহ-সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১, সহ-সাংগঠনিক সম্পাদক ১, অর্থ সম্পাদক ১, দপ্তর সম্পাদক ১, প্রচার সম্পাদক ১, লাইন সম্পাদক ১ ও ৩টি কার্যকরী সদস্য পদসহ মোট ১৫ পদে মনোনয়ন আহ্বান করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী অফেরৎযোগ্য তিনশ টাকা মূল্যে ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ৩ সেপ্টেম্বর জমা, ৪ সেপ্টেম্বর বাছাই, ৫ সেপ্টেম্বর প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ৬ সেপ্টেম্বর। স্থানীয় নির্বাচন কার্যালয়ে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ১৬ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে।
শ্রমিকরা জানান, দীর্ঘ ১৯ বছর পর সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উপজেলাজুড়ে শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৩৫৯)-এর অর্ন্তভুক্ত জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি ফয়জুল ইসলাম ছোট কালা, সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, শ্রমিক নেতা আব্দুস সহিদ প্রমুখ বলেন, দীর্ঘ ১৯ বছরে জুড়ীতে প্রথম নির্বাচন হচ্ছে এটা আমাদের বড় পাওয়া। শ্রমিকরা আনন্দিত। নির্বাচন বানচালের নানা ফন্দি করা হচ্ছে। ভোটাররা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে নির্বাচন সফল করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের নেতা বানাবে।