গোয়াইনঘাটে কিশোর কিশোরী ক্লাবের সভা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৬:০৯:৪৪ অপরাহ্ন

Exif_JPEG_420
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে কিশোর কিশোরী ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, ওসি তদন্ত মেহেদী হাসান। সভায় উপজেলার ৯ ক্লাবের কার্যক্রম আরও বেগবান করতে সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে জেন্ডার প্রমোটার, সংগীত ও আবৃতি শিক্ষকসহ সংশ্লিষ্টদের আন্তরিক হতে বলা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস এই সভার আয়োজন করে।