জকিগঞ্জে তালামিযের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৬:২৪:১৬ অপরাহ্ন
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শনিবার বাদ যোহর অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান।
উপজেলা সভাপতি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদ ও মাওলানা সাদিকুর রহমান খাদিমানী।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-প্রচার সম্পাদক আহমদ আল মনজুর ও অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, জকিগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, উপজেলা আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক ও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কায়েছ মাহমুদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি তাহের আহমদ চৌধুরী, সাদিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ছাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, অফিস সম্পাদক হিফজুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আহমদুল হক, সদস্য একেএম নুরুল আলম, আরাফাত হোসেন, মো. খলিলুর রহমান, মাহবুবে এলাহী, আব্দুল হামিদ, সাইফুর আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা শাখার সভাপতি আহমেদ হোসাইন কায়িফ, বীরশ্রী ইউনিয়ন সভাপতি সাদিকুল ইসলাম তুহিন, কাজলসার ইউনিয়ন সভাপতি হাফিজ শাকির আহমদ, খলাছড়া ইউনিয়ন সভাপতি আজহারুল আলম, জকিগঞ্জ ইউনিয়ন সভাপতি হুমায়ুন রশিদ খান, সুলতানপুর ইউনিয়ন সভাপতি, বারঠাকুরী ইউনিয়ন সভাপতি মাজেদ আহমদ, কসকনকপুর ইউনিয়ন সভাপতি মোফাজ্জল আহমদ, মাণিকপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি