মাধবপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৬:২৭:২৩ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফারইষ্ট শিল্প কারখানার এক নারী শ্রমিককে সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও সিএনজি অটোরিক্সা থেকে ফেলে দিয়ে আহত করার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভোররাতে অভিযুক্তদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কালা মিয়ার ছেলে শাহীন (২৬), একই ইউনিয়নের গোয়াছনগর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে রহমত আলী (৩০) ও পরমানন্দপুর গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে মনির মিয়া (২৮)। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভিকটিম ও মামলার তদন্ত কর্মকর্তা অনিক দেব জানান, ২২ আগস্ট দুপুরে গ্রেপ্তার শাহীন মিয়া তার সহযোগী জসীম মিয়াকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরাফেরার কথা বলে ভিকটিমকে নিয়ে যায়। পরে জাতীয় উদ্যানে জঙ্গলের ভেতরে শাহীন ও জসীম মিলে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। তাদের কবল থেকে ছাড়া পেয়ে সিএনজি অটোরিক্সায় ফেরার পথে রহমত আলী ও মনির মিয়া অপর ২ আসামী ভিকটিমকে সিএনজিতে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে রহমত আলী ও মনির ভিকটিমকে সিএনজি থেকে লাথি মেরে ফেলে দেয়। এতে ওই নারী শ্রমিক আহত হন। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলেন, নারী শ্রমিকের মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।