কুলাউড়ায় তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৮:১৩:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, যে মানুষের লক্ষ্য সুদূরপ্রসারী তথা আখেরাতের দিকে, তার জন্য দুনিয়ার লোভকে এড়িয়ে যাওয়া সহজ হয়। যে ব্যক্তি আল্লাহর দ্বীন মেনে চলবে তাঁর জীবন সুন্দর হবে। তরুণ বয়সে একজন মানুষের যে ভুল হয় তা হলো জিহবার ভুল, সেজন্য জিহবাকে নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করলে মানুষ দুনিয়া ও আখেরাতে সম্মানিত হয়।
শনিবার বিকেলে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
উপজেলা সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন ও সহ-সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান এর যৌথ সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি মো. আলী রাব্বি রতন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাহবুব হাসান চৌধুরী সামাদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আবুল, অফিস সম্পাদক ইসমাঈল হাসান শাকিল, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, মাওলানা আবু আইয়ুব আনসারী, কাজী মাওলানা মখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, এহসানুল মাহবুব জাকির, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম ও সহ-প্রশিক্ষণ সম্পাদক সাব্বির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি