নগরে ড্রেনে লুকিয়ে ছিলো যুবক উদ্ধার করলো ফায়ার সার্ভিস
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৯:৪০:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরে ড্রেনের ভেতরে লুকিয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে লামাবাজার শরষপুর এলাকার ড্রেনের উপরের স্ল্যাব ভেঙে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শরষপুর এলাকায় ড্রেনের ভিতরে ওই ব্যক্তি অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ঐ ব্যক্তিকে উদ্ধার করে।স্থানীয়রা জানান, দুপুরের দিকে লামাবাজারের শরষপুর এলাকার একটি ড্রেনের ভিতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। তবে সেই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘন্টা খানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।