হাত-পা কেটে স্ত্রীকে খুন, স্বামী কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৯:৫০:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হাত-পা কেটে স্ত্রীকে হত্যা করলেন মাদকাসক্ত সাবেক স্বামী। শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাচং গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহতের নাম আকলিমা খাতুন (৩৫)। তিনি উপজেলার সোনাচং গ্রামের বাসিন্দা ও ৭ সন্তানের জননী। এদিকে, হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী সুজন মিয়াকে গ্রেফতার করেছে। সে একই গ্রামের আহমদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গৃহবধূ আকলিমা গ্রামের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় তার সাবেক স্বামী সুজন মিয়া গতিরোধ করেন। এ সময় দুজনের মধ্যে বাকবিতন্ডায় হয়। একপর্যায়ে সুজন মিয়া ধারালো রামদা দিয়ে আকলিমার হাত-পা কেটে মাটিতে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে আউশকান্দি এলাকায় আকলিমার মৃত্যু হয়।নিহতের মেয়ে তানজিনা আক্তার সাংবাদিকদের জানান, তার বাবা মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফিরে মাকে নির্যাতন করতেন।