সুনামগঞ্জের হাওরে নৌকা ডুবে ২ বন্ধু নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৫:৩৫:০৭ অপরাহ্ন
মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে ২ বন্ধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০) ও একই গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪২)। সোমবার (২৮ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত রবিবার দুপুরে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে তাহিরপুর বাজার যায় দুই বন্ধু আবুল ফয়েজ ও শাহ আলম। সন্ধ্যায় তারা কাজ শেষ করে ছোট ইঞ্জিনের নৌকা যোগে ছিলানী তাহিরপুর যাওয়ার সময় মাতিয়ান হাওরের মাঝে ঝড়ে কবলে পড়ে। ওই সময় প্রচন্ড বাতাসে নৌকাটি উল্টে হাওরের পানিতে ডুবে যায়। এরপর থেকে দুই বন্ধুকে আর খোঁজে পাওয়া যায়নি। হাওরের পানিতে ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। এ ঘটনাটি রাত ১০টায় জানাজানি হওয়ার পর নিখোঁজ দুই বন্ধুর পরিবারের সদস্যরা এলাকার লোকজন নিয়ে মাতিয়ান হওরের চারদিকে খোঁজাখুজি শুরু করে।
এ ব্যাপারে নিখোঁজ দুই বন্ধুর ভাতিজা আরিফুজ্জামান আরিফ বলেন, হাওরে নৌকা ডুবে আমার দুই চাচা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই আমরা খোঁজাখুজি শুরু করি। কিন্তু মাতিয়ান হাওরটি অনেক বড়, এ কারণে লাশ খোঁজে পেতে সমস্যা হচ্ছে।
তাহিরপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন- পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পরপরই আমরা হাওরে উদ্ধার অভিযান শুরু করি। বর্তমানে আমরা হাওরেই অবস্থান করছি। কিন্তু নিখোঁজ ২ বন্ধুর লাশ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।