আব্দুল হামিদের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৭:১০:২১ অপরাহ্ন
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি জননেতা আব্দুল হামিদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর শুক্রবার সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুম জননেতা আব্দুল হামিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা ১১টায় মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।
উক্ত কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মী ও শুভাকাংখীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যক্ষ প্রাণকান্ত দাস ও সাধারণ সম্পাদক শ্যামল কপালি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি