নিকুঞ্জ বিহারী গোস্বামীর ৩০তম প্রয়াণ দিবস কাল
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৭:১৮:১৫ অপরাহ্ন
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নির্ভীক সৈনিক, চালিবন্দরস্থ উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা নিকুঞ্জ বিহারী গোস্বামীর ৩০তম প্রয়াণ দিবস কাল ২৯ আগস্ট মঙ্গলবার ছাত্রাবাসে অনুষ্ঠিত হবে।
মাংগলিক অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, মঙ্গলবার ১০টায় সমবেত গীতাপাঠ, বেলা সাড়ে ১১টায় তাঁর প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান, সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতি তর্পণ করবেন সিলেটের আলোচকবৃন্দ। রাত সাড়ে ৮টায় ‘নীহার সেন স্মৃতি বৃত্তি প্রদান’ অনুষ্ঠান। রাত ৯টায় আপ্যায়ণ।
এই অনুষ্ঠানমালায় সিলেটের সুধী সমাজ সহ ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে আন্তরিক উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন চালিবন্দর উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার (অবঃ) মনোজ বিকাশ দেবরায় ও সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ। বিজ্ঞপ্তি