জকিগঞ্জের সেই শিক্ষা কর্মকর্তার বদলি
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৭:৩৭:১০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে অবশেষে বদলি করা হয়েছে। তার এ বদলির খবরে খুশি উপজেলা অধিকাংশ শিক্ষক। ২৮ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল আলিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বদলি করা হয়।
২০১৯ সালের ১৭ জুন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে নাজনীন সুলতানা যোগদানের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে আসে। জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এনামুল হাসিন চিশতী ২০২২ সালের ৩১ জুলাই সকল অনিয়ম দুর্নীতির বিষয় উল্লেখ করে সিলেট জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।