সাংবাদিক সোয়েব বাসিতের ভ্রাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:০০:১৯ অপরাহ্ন
সিলেট নগরীর মুন্সীপাড়া নিবাসী ও হযরত শাহজালাল (র.) দরগাহ মাদ্রাসার সাবেক হিসাবরক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুল বাছিত এর বড় ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আক্তার বাছিত সুজা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…..রাজিউন)। সোমবার সকাল সাড়ে আটটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সদস্য সোয়েব বাসিতের বড় ভাই।
এদিকে, সোমবার বাদ আছর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে দরগাহ করবস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আনোয়ারুজ্জামানের শোক: সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই আক্তার বাছিত সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি আক্তার বাছিত সুজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মহানগর আওয়ামী লীগের শোক: সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই মুনশীপাড়া নিবাসী আক্তার বাছিত সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি