যুক্তরাজ্য গমন উপলক্ষে আবু হানিফকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:০৫:১২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধিন সিলেট মহানগর দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য আবু হানিফ চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর দোকান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মহানগর দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফুয়াদ বিন রশিদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজাদ আহমদ, মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক আল মামুন, দোকান শ্রমিক ইউনিয়নের সদস্য মিনু মিয়া।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শুধু বাংলাদেশ নয়, শ্রমিক আন্দোলন গোটা বিশে^ ছড়িয়ে আছে। আমরা যেখানেই থাকিনা কেন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখতে হবে। ভৌগলিক সীমানা আদর্শিক আন্দোলন থেকে সরিয়ে রাখতে পারেনা। বিজ্ঞপ্তি