তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:০৬:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর (পশ্চিম) উপজেলা আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়’র সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
সদর (পশ্চিম) উপজেলার সভাপতি আহকামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আহমদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন সাঈফ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ, সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নুরুল হক, সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক আল আমিন, সিলেট পশ্চিম জেলার সহ-প্রচার সম্পাদক রইছ উদ্দিন, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড সিলেট সদর উপজেলার সভাপতি হাফিয আমির আলী, সাংবাদিক ওলীউর রহমান, সাইফুল ইসলাম, হেক্সাস গোবিন্দগঞ্জ শাখার সহকারী ম্যানেজার আব্দুল লতিফ, সংগঠনের সদর (পূর্ব) উপজেলার সভাপতি আলমগীর হোসাইন, বিশ্বনাথ (উত্তর) উপজেলার সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, সদর (পশ্চিম) উপজেলার সহ-সভাপতি মুদ্দাচ্ছির আলী আল আমীন, খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অফিস সম্পাদক নাজর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি