নালিয়া মাদরাসায় শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:০৯:১৬ অপরাহ্ন
নারী উদ্যোক্তা ফারমিছ আক্তারের উদ্যোগে সিলেট শহরতলীর নালিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে মাদরাসার দরিদ্র ও ছাত্রদের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী ফারমিছ আক্তার, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, নালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান। বিজ্ঞপ্তি