মহানগর বিএনপির নবগঠিত ৫ ওয়ার্ডের আহ্বায়ক হলেন যারা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:৩৯:১২ অপরাহ্ন
বিএনপি সিলেট মহানগরের নবগঠিত বর্ধিত ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ৫টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগরের নবগঠিত ওয়ার্ডসমূহের মধ্যে ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নাম ঘোষণা করা হলো। যা সোমবার থেকে কার্যকর হবে।
৩১নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ রাজন মিয়া, ৩২নং ওয়ার্ডের আহ্বায়ক আমিনুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল মোনিম, ৩৪নং ওয়ার্ডের আহ্বায়ক ফখর উদ্দিন পংকী মিয়া (বীর মুক্তিযোদ্ধা) ও ৩৫নং ওয়ার্ডের আহ্বায়ক সেলিম আহমদ সেলু। বিজ্ঞপ্তি