‘নগদ’র বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার : সিলেটের ব্যবসায়ী কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:৫১:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সিলেটের এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ২৩ আগস্ট বুধবার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। একই সাথে তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ব্যবসায়ীর নাম মাসুদ রানা (২৭)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র এবং নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওর্য়াল্ড শপিং সিটির ‘মেইলী বিডি’ দোকানের স্বত্তাধিকারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট সোমবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওর্য়াল্ড শপিং সিটির ‘মেইলী বিডি’ নিজ দোকান থেকে সিটিটিসি ঢাকা’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের গোয়েন্দা পুলিশের একটি টীম তাকে গ্রেফতার করে। এরপর থেকে মাসুদ রানার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে এসএমপির কোতয়ালী মডেল থানা, সিলেটস্থ ডিবি কার্যালয়ে যোগাযোগ করেন। তবে কোন সংস্থাই তখন তাকে গেফতারের বিষয়টি স্বীকার করেনি। গ্রেফতারের প্রায় ২৪ ঘন্টা পর ২২ আগস্ট মঙ্গলবার বেলা ১২টার দিকে সিটিটিসি ঢাকা’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন থেকে মাসুদ রানাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে তাকে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ কর্তৃক দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগদ’এর এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ জুন নগদ’এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে ডিএমপি’র বনানী থানায় বেশ কয়েকটি ফেইসবুক আইডির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন নগদ’এর সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম চৌধুরী। এই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে সিলেটের ব্যবসায়ী মাসুদ রানা (২৭) এর ফেইসবুক আইডিকে চিহ্নিত করা হয়। এই মামলায় সিটিটিসি ঢাকা’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের গোয়েন্দা পুলিশের একটি টীম ২১ আগস্ট সোমবার সিলেটস্থ দোকান থেকে তাকে গ্রেফতার করে। যা ওয়েস্ট ওর্য়াল্ড শপিং সিটির সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে। তবে মাসুদ রানাকে ২২ আগস্ট মঙ্গলবার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে সিটিটিসি।
এ ব্যাপারে গ্রেফতারকৃত মাসুদ রানা (২৭) এর ভগ্নিপতি নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি মুসলিম খান জানান, কয়েক মাস আগে অজ্ঞাতবশত নগদ’এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লিংক তিনি ফেইসবুকে শেয়ার করেন। যদিও লিংকটি পরবর্তীতে তিনি ডিলিট করে দেন। এরপরও তাঁকে গ্রেফতার ও হেনস্থার ঘটনায় তার স্বজন হিসেবে আমরা উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা নগদ কর্তৃপক্ষ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করবেন।