সিলেট বোর্ডে এসএসসিতে ৪৭২ জনের ফল পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:৪৮:০৮ অপরাহ্ন
ফেল থেকে পাস ৭৯ ও জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন
স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে মোট ৪৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ৭৯ জন ও নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন পরীক্ষার্থী।সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেন।সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৬ শতাংশ। সিলেটে এবার মোট জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৫২ জন। নতুন করে ৪৯ জন জিপিএ-৫ পাওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০১ জনে।
সিলেট বোর্ড সূত্রে জানা গেছে, এবছর ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী ৩১ হাজারের বেশী বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর বিপরীতে ৪৭২ জনের ফল পরিবর্তন হয়।