আম্বরখানায় ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:৫৪:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর আম্বরখানা এলাকা থেকে ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। সোমবার ভোর ৪টায় নগরীর আম্বরখানা গোল্ডেন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪০ বস্তা ভারতীয় চিনি চালান জব্দ করে পুলিশ।এসএমপির এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন এ তথ্য নিশ্চিত করে দৈনিক জালালাবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আম্বরখানা থেকে ৩টি (পিকাপ) গাড়িসহ চিনি জব্দ করে। ঘটনাস্থল থেকে পিকাপ চালক ও চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক তাদের গ্রেফতার করা যায়নি। তবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।