শ্রীমঙ্গলে টাউনহল সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৫:৪৯:৫৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইমারি স্কুলে স্কুল বাজেটে স্বতঃস্ফূর্তভাবে নাগরিকের অংশগ্রহণ উদ্যোগে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) ও ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড ডেভেলপমেন্ট (আইআইডি) যৌথ আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিশ রঞ্জন দাশ, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী। অনুষ্ঠানে এনজিও কর্মী, অভিভাবক, সচেতন যুব, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সভার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক প্রতিনিধি, সচেতন নাগরিক, এলাকার যুব, স্টুডেন্ট কেবিনেট মতামত সিদ্ধান্ত গ্রহণ করা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীর অংশগ্রহণে স্কুল চাহিদাভিত্তিক বাজেট পেশ, বাজেট প্রণয়ন তৈরী করা, স্টীপ বাজেট, ইউপেপ বাজেট সম্পর্কে অবগত করা, ক্যাম্পেইন করা, কাউন্সিলিং, উঠান বৈঠক, পুরুষ ও মহিলার অংশগ্রহণ মতামত পরামর্শ গ্রহণ করা, সরকারের নীতিমালা অনুযায়ী উন্মুক্ত বাজেট উপস্থাপন করা ও তা জাতীয় পর্যায়ে পেশ করা। আইআইডি গবেষণা পক্ষে ঢাকা হতে মোঃ জারিফ হোসেন ও তানভীরুল ইসলাম যৌথ ভাবে প্রজেক্টর স্লাইডের মাধ্যমে সরাসরি গবেষণা বিষয়বস্তুু উপস্থাপন করেন ও কথা বলেন।