সুনামগঞ্জে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৬:৫৭:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: কিছুদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও তৈরি হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
এদিকে, সড়কের পাশে রয়েছে ময়লা আবর্জনা উপচে পড়া ডাস্টবিন। জলাবদ্ধতা ও আবর্জনায় একাকার হয়ে ছড়ায় দুর্গন্ধ। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। জলাবদ্ধতায় তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিয়মিত ড্রেন এবং ময়লা আবর্জনা পরিস্কার না করায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়াও খালের উপর ব্যবসা প্রতিষ্ঠান, চলাচলের রাস্তা এবং বাসাবাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশন স্বাভাবিকভাবে হচ্ছে না।
ওয়েজখালী এলাকার জহিরুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং হাঁটু পরিমান পানি হয়। বাসা থেকে পায়ে হেঁটে আসা যাওয়া করার কোনো উপায় থাকে না। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয়। তিনি আরও বলেন, খালের উপর নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠানসহ চলাচলের রাস্তা এবং বাসাবাড়ি নির্মাণ করা হয়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা হয়। আমরা চাই পৌর কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধান করে চলাচলে সুবিধা করে দিবেন। ওয়েজখালি এলাকার সবজি বিক্রেতা স্বপন কুমার সরকার বলেন, অল্প বৃষ্টি হলেই সড়কের উপর পানি জমে, কাদা জমে যায়। আমরা চলাচল করতে পারি না। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। সড়কের পাশের খালে বাসা বাড়ি নির্মাণ করা হয়েছে, রাস্তা করা হয়েছে। যে কারণে পানি নিষ্কাশন হয় না। আমাদের খুব সমস্যা হয়।
একই রকম সমস্যা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুজ জহুর সেতু সংলগ্ন সড়কে। সড়কের দুই পাশে গত কয়দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডাস্টবিনে রাখা ময়লা আবর্জনা উপচে পড়ে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে জলাবদ্ধতা। কাদা, ময়লা আবর্জনা জমে আছে। দুর্গন্ধ পরিবেশ নষ্ট করছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের চলাচলেও ভোগান্তি হচ্ছে। মল্লিকপুর এলাকার বাসিন্দা নাজমুল হোসেন বলেন, অল্প বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। একই সাথে ময়লা আবর্জনা দুর্গন্ধ তো রয়েছেই। পৌরসভার লোকজন নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার করে না। ডাস্টবিন উপচে পড়ে ময়লা আবর্জনা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এতে যাতায়াতে সমস্যার সম্মুখীন হয় আমাদের। মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায় বলেন, প্রতিদিনই বৃষ্টি হলে বিদ্যালয়ের সামনের রাস্তায় কাদা জমে থাকে। ময়লা আবর্জনা জমে পচা দুর্গন্ধ বের হয়। এতে করে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।
জলাবদ্ধতা নিরসন ও নাগরিকদের দুর্ভোগ লাঘবে পৌরসভার কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য দায়িত্বশীলদের বলে দেব, ড্রেনও পরিস্কার করা হবে।