কানাইঘাটে ড্রেনের কাজ পরিদর্শনে হাফিজ মজুমদার এমপি
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৭:০৬:২৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার কানাইঘাটের গাছবাড়ী বাজার সংলগ্ন ক্ষেতের মাঠের জলাবদ্ধতা নিরসনের জন্য পানি নিষ্কাসন ও ড্রেনেজ কাজের পরিদর্শন করেছেন।
গত রোববার বিকেল ৪টায় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার সরেজমিনে পানি নিষ্কাসন ও ড্রেনেজ নির্মাণ কাজের স্থলে যান। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পানি নিষ্কাসনের কোন ব্যবস্থা না থাকার কারণে গাছবাড়ী বাজার সংলগ্ন কয়েক হাজার বিঘা ফসলি ক্ষেতের মাঠ পানিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দিলে অনেকের বাড়ি-ঘর, শিক্ষা-প্রতিষ্ঠানে যাতায়াতে প্রতিবন্দকতা দেখা দেয়। তিনি বিষয়টি দেখে গত বছর পানি নিষ্কাসনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন এবং কাবিটার মাধ্যমে ১৮ লক্ষ টাকা বরাদ্দ দেন। পানি নিষ্কাসন হওয়ার কারণে কৃষকরা তাদের ফসলি জমি এখন চাষাবাদ করতে পারছেন এবং মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে পারছেন।
উন্নয়ন মূলক এসব কাজ পরিদর্শনের সময় এমপি মজুমদারের সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, সাবেক জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।