বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৭:১৪:০১ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে সমাজসেবা কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি’র উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে দুপুর ১২ টায় সিলেটের সাবেক সিভিল সার্জন ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল এডভাইজার ডাঃ ফয়েজ আহমেদ’র সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক অনুজ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান, সেন্টার ফর বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশন-এর পরিচালক মোঃ শাহিদুল হাসান খোকন, কলকাতা টিভির বাংলাদেশ প্রতিনিধি নিরঞ্জন ভৌমিক।মতবিনিময় সভায় বক্তাগণ বলেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল-এ হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হাসপাতালের চলমান সেবা কার্যক্রম বিশেষ করে সমাজের দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আরো গতীশীল হবে এবং এতদাঞ্চলের হতদরিদ্র রোগীগণ উপকৃত হবেন।হাসপাতালের পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, অনারারি ট্রাস্টি সমিরন দাস, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোর্ডিনেটর জাকির হোসেন খানসহ হাসপাতলের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপস্থিত ছিলেন এস এ টিভি-এর সিলেট ব্যুরো ইনচার্জ আবু তাহের চৌধুরী, বাংলা ভিশন-এর সিনিয়র রিপোর্টার দীপু সিদ্দিকি, চ্যানেল এস-এর রিপোর্টার সন্দীপন শুভ ও শামীম আহমেদ, এবং এবি টিভি রিপোর্টার ফাহিম আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি