কানাইঘাটে জামায়াতের সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৭:৫৫:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, জামায়াতে ইসলামী চায় এদেশের প্রতিটি মানুষ স্বাবলম্বী হোক। সবাই তার মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট থাকুক এবং মানুষ হিসেবে পূর্ণ অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচুক। তিনি বলেন, সমাজে বৈষম্যের অন্যতম কারণ হলো ধনী-গরীবের মধ্যে বিদ্যমান বিশাল অর্থনৈতিক অসমতা। এটা কমিয়ে আনতে হবে। এ জন্য প্রয়োজন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে আনা।
হাফেজ আনওয়ার হোসাইন খান মঙ্গলবার কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্থানীয় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট পৌর শাখা আমীর মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী জালাল উদ্দিন। বক্তব্য রাখেন মাওলানা হাসান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি