সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৮:০০:২৬ অপরাহ্ন
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ১৫ জন চিকিৎসক প্রায় ৩০০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন।সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের মো. শহিদুল ইসলাম ও উৎফল বড়ুয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ রফিকুল আলম, আছমা বেগম, আবদুল হান্নান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আব্দুল আলিম (আলম), সালমা বেগম (সুমি) হাজেরা বেগম, দিলু বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি