বালাগঞ্জের বড়ভাঙ্গা সেতুসহ একনেকে ২৫ প্রকল্প অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৯:১৯:৩৭ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়ভাঙ্গা নদীর উপর একটি সেতু ও আরেকটি ওয়াকওয়ে কাম সেতু রয়েছে। এ দুটি প্রকল্প ১২৮ কোটি টাকা ব্যায়ে সম্পন্ন হবে।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নতুন প্রকল্পের অর্থ ও চলমান প্রকল্পের বাড়তি ব্যয়সহ প্রকল্পগুলোতে মোট খরচ হবে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা। এর বাইরে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত সাতটি প্রকল্প সবাইকে অবহিত করার জন্য তোলা হয়।
সভা শেষে প্রকল্পগুলো নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা।
এদিকে, সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জ উপজেলার এ দুটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আসনটির এমপি হাবিবুর রহমান হাবিব। তিনি তাঁর ভ্যারিফাইড ফেসবুকে লেখেন- ‘আলহামদুলিল্লাহ, অবশেষে বালাগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১২৮ কোটি টাকা ব্যয়ে বড়ভাগা সেতু এবং দৃষ্টিনন্দন ওয়াকওয়ে সেতুসহ ২টি সেতু পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাবে স্বপ্নের সোনার বাংলা, নান্দনিক হবে সিলেট-৩।’
একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো :
কৃষি মন্ত্রণালয়ের ‘সালহোল্ডার অ্যাগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) (২য় সংশোধিত)’ প্রকল্প: স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে ‘গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্প, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্প, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক আধুনিকীকরণ’ প্রকল্প এবং পূর্বাচল ৩০০ ফুট সড়ক থেকে মাদানী অ্যাভিনিউ পর্যন্ত সংযোগকারী। দুটি সড়ক উন্নয়ন’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘মেঘনা নদীভাঙন থেকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নলের চরে নির্মিত অবকাঠামোগুলো রক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন’ প্রকল্প এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম।
(২য় সংশোধিত)’ প্রকল্প; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাগেরহাট কালেক্টরেটের নতুন ভবন নির্মাণ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘সিলেট সড়ক বিভাগাধীন সিলেট (তেলিখাল) সুলতানপুর-বালাগঞ্জ (জেড-২০১৩) সড়কের ২৫তম কিলোমিটারে বড়ভাঙ্গা সেতু নির্মাণ’ প্রকল্প, ‘মুন্সিগঞ্জ সড়ক বিভাগের আওতায় রামেরকান্দা-লাকিরচর (রোহিতপুর বাজার) সংযোগ সড়ক (আর-৮২৩) উন্নয়ন প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে অ্যাস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল ও এনসিলারি ভবন ইন যশোর, কক্সবাজার, পাবনা ও আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল, নোয়াখালী (১ম সংশোধন)’ প্রকল্প এবং ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২); দেশের ৩৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১মৎসংশোধন) প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও অ্যাকাডেমিক কার্যক্রম সম্প্রসারণ (১ম সংশোধন) প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ প্রকল্প; পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প এবং ‘সৈয়দপুর ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ প্রকল্প।