জৈন্তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৩, ৯:৩২:০৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: প্রতিবন্ধি, হিজরা, দলিত এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, মানবাধিকারসহ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই লক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার পরিষদের হলরুমে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়ার সভাপতিত্বে এবং এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপার্সন সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট সুবীর চক্রবর্তী, মোঃ জাহিদুল ইসলাম, ট্রায়বাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ক্লেমেন্ট চিশিম বর্ষা, সাংবাদিক হোসেন মিয়া, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট জাহানারা বেগম, ববিতা সুচিয়াং, শেলী রানী দেব, কাওসার আহমদ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, আমাদের দেশে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ বিভিন্ন কারণে প্রকৃত সুবিধাভোগীরা অনেকাংশে অধিকার বঞ্চিত। অনেকে প্রকৃত প্রতিবন্ধি নয় তারপরও ভাতা পাওয়ার জন্য চেষ্টা চালায় এবং তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ কেনো পিছিয়ে থাকবে। একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের অধিকার সুরক্ষায় ওয়েভ ফাউন্ডেশন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রমকে আরো গতিশীল করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।