শান্তিগঞ্জে নদীতে মাছ অবমুক্ত করার পরই কারেন্ট জাল দিয়ে নিধন
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৫:৫৯:১৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়। বুধবার সকাল ১০ টায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাছগুলো অবমুক্ত করেন। তবে পরিকল্পনা মন্ত্রী সেই স্থান থেকে চলে যাওয়ার ১০ মিনিট পর মহাসিং নদীতে চলে অবৈধ কারেন্ট জাল ও কোণা জাল দিয়ে মাছ ধরার উৎসব। অথচ জেলা মৎস্য কর্মকর্তা মন্ত্রীর সামনে বলেন, কেউ এখান থেকে একটা মাছও জাল দিয়ে মারতে পারবে না।
সরজমিনে গিয়ে দেখা যায়, পরিকল্পনামন্ত্রী মহাসিং নদী এলাকা ত্যাগ করার পরপরই নদীর ১ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে কারেন্ট জাল ও কোণা জাল ফেলা হয়েছে। যা দেখে ক্ষুব্ধ স্থানীয়রা।
শান্তিগঞ্জের স্থানীয় বাসিন্দা জাকির মিয়া বলেন, এই বিষয়টি দুঃখজনক। মন্ত্রী চলে যাওয়ার পর কিছু লোক উৎসবমুখর পরিবেশে এখান থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। অথচ মৎস্য বিভাগ নিরব ভূমিকা পালন করছে।আরেক বাসিন্দা মনির মিয়া বলেন, ১ লাখ ৭০ হাজার টাকা মাছ ছেড়ে কোনও লাভ হলো না। কোণা জাল দিয়ে মাছগুলো মাছ শিকারীরা ধরে নিয়ে গেল, অথচ মৎস্য বিভাগ নিরব ভূমিকা পালন করল।শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমরা প্রতিনিয়ত অবৈধ জালগুলো জব্দ করে পুড়িয়ে দিচ্ছি। একটু পর মন্ত্রী যেখানে মাছ অবমুক্ত করেছেন সেখানে আমরা অভিযান চালাব।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম বলেন, এই বিষয়ে আমি অবগত না। মাছ অবমুক্ত শেষে সুনামগঞ্জ চলে এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।