গোয়াইনঘাটে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৬:০১:২২ অপরাহ্ন

Exif_JPEG_420
গোয়াইনঘাট প্রতিনিধি: ইসলামী ব্যাংক পিএলসি গোয়াইনঘাট বাজার এজেন্ট আউটলেটে গ্রাহক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে আউটলেট শাখায় ইনচার্জ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সুলতান আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহপরান শাখার ম্যানেজার অপারেশন ছালেহ আহমদ বলেন, শরিয়া মোতাবেক ব্যাংকিং সেবা প্রদানে এই ব্যাংক কাজ করছে বিশাল পরিসরে। গ্রাহকরাই ব্যাংকের প্রাণ। তিনি ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা, নিয়ম কানুন বিষয়ে বিস্তারিত গ্রাহকদের সম্মুখে আলোচনা করে এই ব্যাংকে আরও গ্রাহক সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহপরান ব্রাঞ্চের সহকারী অফিসার মোঃ রবিউল ইসলাম। সভায় বিপুল সংখ্যক গ্রাহক ও এজেন্ট শাখার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।