কানাইঘাটে ছাত্রলীগের ফলজ চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৭:১৪:২২ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে ফলজ চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের বরাদ্দকৃত বন বিভাগের উদ্যোগে ৩ শতাধিক ফলজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। কানাইঘাট উপজেলা কৃষি অফিসের হলরুমে কানাইঘাট উপজেলা ছাত্রলীগ এর সভাপতি রাওয়ান আহমদ এর সভাপতিত্বে ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোজাদ্দেক আহমেদ। কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি খালেদ আহমদ স্বাধীন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, যুবলীগ নেতা রহিম চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মারওয়ান আহমদ, পৌর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, তামিম আহমদ প্রমুখ।