মধুফুলে ১ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:০৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স মধুফুল ফুড প্রোডাক্টস গোটাটিকরে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার র্যাব ৯ ও বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের সমন্বয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
এসময় উৎপাদিত বিস্কুটের বিভিন্ন ভ্যারিয়েন্ট যথা: ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা এবং ঝুড়ি টোস্ট, কলা টোস্ট, ড্রাই টোস্ট, ড্রাই কেক বিস্কুট, বেকারি বিস্কুট ভ্যারিয়েন্টসমূহ এবং চিড়া ভাজা ও নিমকি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় সিলেটের কর্মকর্তা মো. মাসুদ রানা ও মো. আল আমিন এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।