সিলেটে একদিনে দুই লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:০৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে একদিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি লাশের পরিচয় পাওয়া গেলেও অপরটির পরিচয় মিলেনি। গতকাল বুধবার সকালে নগরীর কাজিরবাজার ও শহরতলীর ধুপাগুল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নগরীর কাজিরবাজারের পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি পুরুষ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অজ্ঞাতনামা ওই পুরুষের আনুমানিক বয়স ২৫-৩০ বছর। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ভারত থেকে ওই যুবকের লাশ ভেসে এসেছে।
অপর দিকে বুধবার সকাল সকাল ১০টায় জরুরী সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে শহরতলীর ধুপাগুল বাজারের সাফা আল-মারওয়া মার্কেটের পাশে থেকে এক ব্যক্তির উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম ইদ্রিস আলি (৬০)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ ভবের তলা এলাকার বাসিন্দা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ বলেন, নিহত ইদ্রিস আলী অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে তার বাবার লাশ সনাক্ত করে। পরে মরদেহ ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।