লন্ডনে বিএনপির গণপদযাত্রা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:১৫:০২ অপরাহ্ন
সংবাদদাতা: লন্ডনে বিএনপির গণপদযাত্রা অনৃষ্ঠিত হয়েছে। ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামক গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক স্পিকার কর্ণার থেকে ওয়েস্ট মিনিস্টার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে পদযাত্রাটি সমাপ্ত হয়।বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা, আওয়ামী লীগ দলীয় সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে এ গণপদযাত্রা অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মী ও সমর্থকগণ এসে যোগ দেন এই গণপদযাত্রায়।পদযাত্রা শেষে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে স্মারকলিপি প্রদান করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।