শান্তিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফলে বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:১৬:৪৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও কৃষকদলের যৌথ আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রঞ্জিত সুত্রধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ মানধিকার বিষয়ক সম্পাদক নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার ও উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল লেইছ মজনু, জিয়া উদ্দিন, আঙ্গুর মিয়া, আজমত শাহ, এনামুল হক, আব্দুস সুবান, হোসেন মিয়া, মাষ্টার শফিক উদ্দিন, ইউপি সদস্য শামসুন নুর মাহবুব তালুকদার, আঃ মজিদ, ফারুক মিয়া, এলকাছ মিয়া, রেজাউল হক, তাজুদ মিয়া, হুমায়ুন আহমেদ, রাফিক মিয়া, জেলা যুবদল সদস্য তুরন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য মাসুম মিয়া, শহিদুল ইসলাম মুন্সি, ইমরুল কায়েস, মুক্তাদির তালুকদার, শিমুলবাক ইউনিয়ন যুবদল সভাপতি মুহিবুর রহমান মানিক, সাধারণ সম্পাদক বকুল মিয়া, পাথরিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মাসুম মিয়া, শিব্বির আহমেদ, মনসুর মিয়া, জয়কলস ইউনিয়ন যুবদল সভাপতি আশরাফ উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদল সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল হক, দরগাপাশা ইউনিয়ন যুবদল সভাপতি ছালিক আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, ক্রীড়া সম্পাদক সৈয়দ টিপু আলী, ফটিক মিয়া, জাহান মিয়া, হানিফ মিয়া, রাজিব হাসান, কয়েস মিয়া, সুমন মিয়া, ফয়সল আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদল সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক হাবিব মিয়া, কাওছার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন, জুয়েল চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম বক্স, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান প্রমুখ।