গোয়াইনঘাট ছাত্র পরিষদের সম্মেলন প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:৪০:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সিলেট শাহী ঈদগাহ ময়দানে সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শিব্বির আহমদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম, সাংগঠনিক সম্পাদক রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাদিম হাসান, নাদিম মাহমুদ।
সভায় সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নির্বাচিত হেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন বাহার। কমিটির সদস্যরা হলেন, ফখরুল ইসলাম, শিব্বির আহমদ, মুছলেহ উদ্দিন মুনাঈম, নাদিম মাহমুদ, রঞ্জন বিশ্বাস, নাদিম হাসান। দুই কার্যদিবসের মধ্যে উপ-কমিটি ঘোষণা করবে বাস্তবায়ন কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় সম্মেলন আগামী ২১ সেপ্টেম্বর এবং সম্মেলন স্থান শহীদ সোলেমান হল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট।
সভায় উপস্থিত ছিলেন আবুল হাসনাত নোমান, সুহেল আহমদ রানা, আলিম উদ্দিন, আব্দুল কাদির, ফাহিম, খায়রুল আমিন, সেলিম, তুষার, আবু সুফিয়ান, শাহজামান, আলী আহমদ, আলী আহমদ, আলী হোসেন, রাজু, দুলাল, আসহাব, মিসবাহ, শাহেদ, জুবায়ের, জিয়াউর, মামুন, নাছির, ইকবাল, নাজিম, সৌরভ, বিলাল, সুহেল, কাউছার, মো. তারেকুজ্জামান, অপি, ময়নুল হক, নাহিদ হাছান, সাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি