তাহিরপুরে নৌকাডুবে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:৫০:৩১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে নৌকাডুবে নিখোঁজ থাকা আবুল ফয়েজের লাশ চারদিন পর বুধবার সকাল ৬টায় উপজেলার আনন্দ নগরের খলা থেকে উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় শাহ আলমের লাশ গত মঙ্গলবার সকালে মাটিয়ান হাওর (বড় বিল হাওরে) থেকে উদ্ধার করা হয়। তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে আর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর পূর্বে গত রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে শাহ আলম ও আবুল ফয়েজ নিখোঁজ হন। নিহত দু’জন হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০) ও একেই গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মোঃ শাহ আলম (৫০)।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, পুলিশসহ স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার তৎপরতা চলছিল ঘটনার পর থেকে। পরে মঙ্গলবার সকালে শাহ আলম ও বুধবার সকালে আবুল ফয়েজের লাশ উদ্ধার করা হয়েছে।