আজিজুল হক মানিকের নাগরিক স্মরণসভা ৯ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ৮:৫২:০৬ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, দৈনিক জালালাবাদের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, মদনমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের নাগরিক স্মরণসভা আগামী ৯ সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে ৬টায় শহিদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বিশিষ্ট ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত সভায় স্মরণসভা সফলের লক্ষ্যে ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানকে আহবায়ক ও লেখক-সাংবাদিক সেলিম আউয়ালকে সদস্য সচিব করে ‘আজিজুল হক মানিক স্মরণসভা ও দোয়া মাহফিল বাস্তবায়ন পর্ষদ’ গঠন করা হয়।লেখক সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, গবেষক ড. তুতিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, মাসিক ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ মকসুদ হোসেন, সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব প্রমুখ।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাসউদ খান, নাগরিক স্মরণসভা সফলে সকল মহলের সহযোগিতা কামনা করেন।