সুনামগঞ্জ যুব অধিকারের সভায় ছাত্রলীগের হামলা
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৭:২৫:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে যুব অধিকার পরিষদের সভায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় এই হামলার ঘটনা ঘটে। এসময় প্রেসক্লাবের চেয়ার টেবিল ভাংচুরসহ যুব অধিকার পরিষদের কর্মীদের মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগ সভাপতি দিপংকরের বিরুদ্ধে।
এদিকে, প্রেসক্লাব ভাংচুর করায় নিন্দা জানিয়েছেন সংবাদকর্মীরাও। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত জানান, প্রেসক্লাবে এমন হামলা কখনও কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার এ বিষয় নিয়ে জরুরী সভা ডেকেছি। প্রশাসনের কাছে দাবি করবো জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক।
ঘটনায় আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় ছাত্রলীগ ও পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয় তদন্ত করে দেখা হবে।