রোটারী ক্লাব মিডটাউনের ডেঙ্গু সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৭:২৮:২৫ অপরাহ্ন
টুলটিকরস্থ সফিক উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন ও একজন মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের পক্ষ থেকে এ বৃত্তি প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ফাস্ট লেডি পিপি রোটারিয়ান সামিনা ইসলাম, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী, জেলা এরিয়া ডিরেক্টর রোটারিয়ান সামসুল হক দিপু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ। স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান জুনেদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, রোটারিয়ান পিপি বিধু ভূষন ভট্টচার্য্য, আইপিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, ক্লাব সেক্রেটারি এসএমজি কিবরিয়া, সার্জেন্ট এটআর্মস রোটারিয়ান ফারুক আহমেদ আরএফএসএম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান বাহা উদ্দিন বাহার।
অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোটারিয়ান আই পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন এর সৌজন্যে বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাহমিনা বিনতে ইসলামকে বৃত্তির চেক হস্তান্তর করেন। এর আগে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন এর সৌজন্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিলবোর্ড উদ্বোধন করেন রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। বিজ্ঞপ্তি