মাধবপুরে ফেন্সিডিলের চালানসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৮:১৭:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো: রাজু মিয়া (২৪) উপজেলার শিবরামপুর গ্রামের মো: চাঁন বাদশা মিয়ার ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, গ্রেফতারকৃত রাজু পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় সাপ্লাই দিতো। তাকে ধরতে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ রাজুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে জব্দকৃত ফেন্সিডিলসহ রাজুকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।