জগন্নাথপুরে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৮:১৩:২০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন করা হয়েছে। জানা গেছে, ১৯৭১ সালের ৩১ আগস্ট পাক হানাদার বাহিনী কর্তৃক উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে নিরীহ মানুষকে শান্তি কমিটির আহবানে জড়ো করে সারিবদ্ধভাবে বেঁধে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালানো হয়। এতে শতাধিক মানুষ শহীদ হন এবং ভাগ্যক্রমে মরে যাওয়ার ভান করে ২/১ জন বেঁচে গিয়েছিলন। দেশ স্বাধীনের পর থেকে এসব শহীদদের হমসরণে এই দিনে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় এবারো শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষক ও লেখক হাসান মোরশেদ।
শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ইউপি সদস্য মাহবুব হোসেন প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী শ্রীরামসি ও মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন।