রেডক্রিসেন্টের উদ্ধার ও সন্ধান বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৭:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ঢাকার ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, যে কোন দুর্যোগ থেকে জীবন বাঁচাতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ মানুষকে যে কোন দুর্যোগে সাহস ও শক্তি যোগায়। সিলেট দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ এলাকা তাই এই ধরনের প্রশিক্ষণ জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও ডেনিস রেডক্রস এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় ৫ দিন ব্যাপি উদ্ধার ও সন্ধান বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ফাইন্যান্স বিভাগের পরিচালক এ এইচ এম মাঈনুল ইসলাম। রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান পলাশ গুন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিডিআরসিএস ট্রেনিং প্রোগ্রামের জুনিয়র সহকারী পরিচালক সুপ্রিয়া সাহা, ডেনিশ রেড ক্রসের পি এমইআর অ্যান্ড কমিনিউকেশন অফিসার এস. এম. এম. জোবায়ের আলম, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাঈদুল ইসলাম, ডিআরআর অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, প্রজেক্ট অফিসার নিজাম উদ্দিন, কো-ফ্যাসিলেটর আরিফ সারোয়ার ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ। ৫ দিন ব্যাপি উদ্ধার ও সন্ধান বিষয়ক প্রশিক্ষণে সিলেট ইউনিটের ২৫জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি