ইতিহাসে প্রথম পাকিস্তানে ৩০০ ছাড়ালো পেট্রল-ডিজেলের দাম
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৩:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ইতিহাসে প্রথমবার তিনশোর গ-ি পেরল পাকিস্তানের পেট্রল-ডিজেলের দাম। বৃহস্পতিবার নতুন করে জ্বালানির দাম বেড়েছে পাকিস্তানে। তারপর থেকেই লিটারপিছু তিনশো রুপিরও বেশি দরে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল। এমনিতেই খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের ছ্যাঁকায় নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের জনতার। কেয়ারটেকার সরকার ক্ষমতায় এলেও স্বস্তি নেই সাধারণ মানুষের কপালে।
বৃহস্পতিবার পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম প্রকাশ করে পাকিস্তানের কেয়ারটেকার সরকার। এক ধাক্কায় ১৪.৯১ রুপি বাড়ানো হয় পেট্রলের দাম। হাই স্পিড ডিজেলের দামও একবারে ১৮.৪৪ রুপি বেড়েছে। নতুন মূল্য অনুসারে, লিটার পিছু দুই জ্বালানির দামই তিনশো ছাড়িয়েছে। পাকিস্তানি মুদ্রায় এক লিটার পেট্রলের দাম ৩০৫.৩৬ রুপি। অন্যদিকে ৩১১.৮৪ রপিতে বিক্রি হচ্ছে এক লিটার ডিজেল।
দিন কয়েক আগেই বিদ্যুতের চড়া দামের কারণে প্রতিবাদে সরব হয়েছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। একাধিক এলাকায় বিক্ষোভ দেখান তারা। সরকারের তরফে এই সমস্যা মেটানোর আশ্বাস দেয়া হয়। তবে সেই সমস্যা এখনও মেটেনি। উলটে তার আগেই ফের নতুন করে সমস্যার মুখে জনজীবন। ইতিহাসে প্রথমবার তিনশো পেরিয়েছে জ্বালানির দাম। এমতাবস্থায় ফের ধাক্কা খাবে পাকিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রা, সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ঋণের বোঝায় একেবারে ভেঙে পড়েছে সেদেশের অর্থনীতি।
বর্তমানে কেয়ারটেকার সরকারের অধীনে রয়েছে পাকিস্তান। দেশের নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি অর্থনীতির হাল ফেরানোর দায়িত্বও রয়েছে সরকারের উপরে। তবে পাকিস্তানের অর্থনীতি পড়ে রয়েছে সেই অন্ধকারেই। ডলারের নিরিখে হু হু করে পড়ছে পাকিস্তানি মুদ্রার দাম। মূল্যবৃদ্ধির সমস্যায় জেরবার আমজনতা। এমন পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে বেড়েছে জ্বালানির দাম।