সুনামগঞ্জে নবীনগর সড়ক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৯:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর সড়কের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বৃহস্পতিবার বিকালে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৫৪০ মিটার দৈর্ঘ্য এবং ৪.২০ মিটার প্রস্থের এই সড়কের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, কাউন্সিলর আবুল হাসনাত মো. কাওছার, খন্দকার আলকাছ আমিনা হাসপাতালের পরিচালক খন্দকার মঞ্জুর আহমেদ, কন্ট্রাকটার রাজিব আহমেদ।
এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জের উন্নয়নে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক এর অনেক অবদান রয়েছে। আমি আগামীতে নবীনগর সড়কের নাম পরিবর্তন করে ড. মোহাম্মদ সাদিক সড়ক করতে চাই।